৮ গোলের ম্যাচে ব্রাদার্সকে হারাল আবাহনী

প্রথমার্ধে হলো ৩ গোল। দ্বিতীয়ার্ধে ৫টি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে আট গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে আবাহনী লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2019, 03:22 PM
Updated : 8 July 2019, 03:52 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ৫-৩ গোলে জিতেছে আবাহনী। প্রথম পর্বে ব্রাদার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল মারিও লেমোসের দল।

১৯ ম্যাচে ১৬ জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে ব্যবধান চার পয়েন্টে নামিয়ে এনেছে। অবশ্য এক ম্যাচ কম খেলেছে বসুন্ধরা।

কিক অফের পরপরই প্রথম আক্রমণ থেকে এগিয়ে যায় আবাহনী। জুয়েল রানার ক্রসে নাবীব নেওয়াজ জীবনের হেড জাল খুঁজে পায়। লিগে এই ফরোয়ার্ডের গোল হলো ১২টি।

ত্রয়োদশ মিনিটে রুবেল মিয়ার বাড়ানো বল বুক দিয়ে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন জুয়েল। ২২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান আরও বাড়ান এই ফরোয়ার্ড।

টুটুল হোসেন বাদশার ৭৭তম মিনিটের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় ব্রাদার্স। ছয় মিনিট পর সতীর্থের ক্রসে মান্নাফ রাব্বী প্লেসিং শটে লক্ষ্যভেদ করলে জমে ওঠে ম্যাচ।

৮৬তম মিনিটে চিজোবা দেখে শুনে নিখুঁত শটে গোল করলে ব্যবধান বাড়িয়ে নেয় আবাহনী। কিন্তু দুই মিনিট পর মিনহাজুল আবেদিন বাল্লু গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৪-৩ করেন।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মামুন মিয়ার বাড়ানো বল জালে জড়িয়ে আবাহনীর জয় নিশ্চিত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিজোবা।

১৮ ম্যাচে ১১তম হারের স্বাদ পাওয়া ব্রাদার্স ১৩ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে।

দ্বিতীয় পর্বেও নোফেলকে হারাল আরামবাগ

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আরিফুর রহমানের জোড়া গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-১ ব্যবধানে হারিয়েছে আরামবাগ ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল মারুফুল হকের দল।

১৯ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট আরামবাগের। টানা দুই জয়ের পর হেরে যাওয়া নোফেলের পয়েন্ট ১৬।