ব্রাজিলের বিপক্ষে শান্ত থেকে খেলার পরামর্শ রুইদিয়াসের

৪৪ বছর পর প্রথম কোপা আমেরিকার ফাইনালে ওঠা পেরু দারুণ কিছু পাওয়ার অপেক্ষায় ক্ষণ ‍গুণছে। তবে লক্ষ্য পূরণে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে শান্ত থেকে নিজেদের সবটুকু মেলে ধরতে সতীর্থদের পরামর্শ দিচ্ছেন দলটির ফরোয়ার্ড রাউল রুইদিয়াস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2019, 01:46 PM
Updated : 6 July 2019, 01:46 PM

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাতে ২টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও পেরু।

১৯৭৫ সালে নিজেদের দ্বিতীয় ও সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জিতেছিল পেরু। লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় ব্রাজিল অষ্টম এবং সর্বশেষ সাফল্য পেয়েছিল ২০০৭ সালে।

এবার গ্রুপ পর্বেই ব্রাজিলের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল পেরু। তবে কোয়ার্টার-ফাইনালে উরুগুয়ে এবং সেমি-ফাইনালে গত দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে হারায় দলটি। রুইদিয়াস জানালেন পা মাটিতে রেখে ফাইনালে লড়াই করার প্রত্যয়।

“আমাদের শান্ত থাকতে হবে। এটা সত্যি যে আমরা অনেক বছর পর খুবই গুরুত্বপূর্ণ কিছু অর্জন করেছি।”

“আমরা সচেতন এবং শান্ত আছি। আর মাত্র একধাপ দূরে সাফল্য। শিরোপা জিততে হলে পা মাটিতে রেখে মাঠে নিজেদের সবটুকু দেওয়া প্রয়োজন।”