‘নেইমারের ফেরা লা লিগার জন্য ভালো হবে না’

নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে চলা গুঞ্জনের মধ্যে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস সরাসরি জানিয়ে দিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে স্প্যানিশ লিগে দেখতে চান না তিনি। কারণ এই ফরোয়ার্ডের মাঠের বাইরের আচরণ প্রতিযোগিতাটির জন্য ভালো নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2019, 12:24 PM
Updated : 1 July 2019, 12:24 PM

২০১৭ সালের অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের দল পিএসজিতে যোগ দেন নেইমার। ২৭ বছর বয়সী এই তারকা লা লিগা চ্যাম্পিয়নদের তাবুতে ফিরতে চান বলে খবর শোনা যাচ্ছে।

নেইমারের মাঠের বাইরের আচরণ লা লিগার জন্য ভালো নয় বলে ওন্দা সেরো রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন তেবাস।

“আমরা সবসময় লা লিগায় দারুণ খেলোয়াড় ও কোচ পেতে আগ্রহী…কিন্তু নেইমারের বিষয়ে আমার অভিমত, তার মাঠের বাইরের আচরণ যথেষ্ট সন্তোষজনক নয়। প্রতিযোগিতার জন্য যা ভালো নয়।”

গত মে মাসে ফরাসি কাপের ফাইনালে হারের পর রেনের এক সমর্থককে ঘুষি মেরে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে রেফারির এক সিদ্ধান্তের সমালোচনা করে ইউরোপীয় প্রতিযোগিতাতেও তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

“দিন শেষে যে গল্পটা হয় সেটা হচ্ছে, এই দলের এই খেলোয়াড় এটা করেছে বা ওটা করেছে। লা লিগার ভাবমূর্তি,  মূল্যবোধের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি এবং আমরা সেটা বজায় রাখতে চাই।”

২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি ফিন্যানসিয়াল ফেয়ার প্লে আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় উল্লেখ করে ২০১৭ সালে নেইমারের পিএসজিতে চলে যাওয়া আটকাতে চেয়েছিলেন তেবাস। নেইমারের চলে যাওয়ায় লা লিগায় প্রভাব পড়বে বলেও সেসময় মন্তব্য করেছিলেন লা লিগা প্রধান।