জাপানকে উড়িয়ে দিল চিলি

জাপানকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের মতোই কোপা আমেরিকা শুরু করেছে চিলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 05:33 AM
Updated : 18 June 2019, 09:30 AM

২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা মিডফিল্ডার এরিক পুলগারের হেডে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায়। স্ট্রাইকার এদুয়ার্দো ভারগাস ব্যবধান দ্বিগুণ করেন ৫৪তম মিনিটে।

ম্যানচেস্টার ইউনাইটেডে বাজে একটি মৌসুম কাটানো আলেক্সিস সানচেস খুব কাছ থেকে ডাইভিং হেডে ৮২তম মিনিটে জয় নিশ্চিত করে ফেলেন। চিলির সর্বোচ্চ গোলদাতা পাঁচ মাসের মধ্যে প্রথম জালের দেখা পেলেন।

এক মিনিট পর সানচেসের পাসেই নিজের দ্বিতীয় গোলটি করেন ভার্গাস। ১২ গোল নিয়ে হয়ে যান কোপা আমেরিকায় চিলির সর্বোচ্চ গোলদাতা।

এই জয়ে একুয়েডরকে ৪-০ গোলে হারানো উরুগুয়ের সঙ্গে ‘সি’ গ্রুপে যৌথভাবে শীর্ষে উঠল চিলি।

অতিথি দল হিসেবে খেলতে আসা জাপান প্রথমার্ধে গোল পায়নি স্ট্রাইকার আইয়াসে উয়েদা খুব ভালো একটি সুযোগ নষ্ট করায়। আর মাচের শেষ দিকে আরেকটি খুব ভালো সুযোগ কাজ লাগাতে পারেননি সম্প্রতি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তাকেফুসা কুবো।

পরের ম্যাচে চিলি খেলবে একুয়েডরের বিপক্ষে। জাপান মুখোমুখি হবে উরুগুয়ের।