জাপানকে উড়িয়ে দিল চিলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2019 11:33 AM BdST Updated: 18 Jun 2019 03:30 PM BdST
জাপানকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের মতোই কোপা আমেরিকা শুরু করেছে চিলি।
২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা মিডফিল্ডার এরিক পুলগারের হেডে প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায়। স্ট্রাইকার এদুয়ার্দো ভারগাস ব্যবধান দ্বিগুণ করেন ৫৪তম মিনিটে।
ম্যানচেস্টার ইউনাইটেডে বাজে একটি মৌসুম কাটানো আলেক্সিস সানচেস খুব কাছ থেকে ডাইভিং হেডে ৮২তম মিনিটে জয় নিশ্চিত করে ফেলেন। চিলির সর্বোচ্চ গোলদাতা পাঁচ মাসের মধ্যে প্রথম জালের দেখা পেলেন।
এক মিনিট পর সানচেসের পাসেই নিজের দ্বিতীয় গোলটি করেন ভার্গাস। ১২ গোল নিয়ে হয়ে যান কোপা আমেরিকায় চিলির সর্বোচ্চ গোলদাতা।
এই জয়ে একুয়েডরকে ৪-০ গোলে হারানো উরুগুয়ের সঙ্গে ‘সি’ গ্রুপে যৌথভাবে শীর্ষে উঠল চিলি।
অতিথি দল হিসেবে খেলতে আসা জাপান প্রথমার্ধে গোল পায়নি স্ট্রাইকার আইয়াসে উয়েদা খুব ভালো একটি সুযোগ নষ্ট করায়। আর মাচের শেষ দিকে আরেকটি খুব ভালো সুযোগ কাজ লাগাতে পারেননি সম্প্রতি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তাকেফুসা কুবো।
পরের ম্যাচে চিলি খেলবে একুয়েডরের বিপক্ষে। জাপান মুখোমুখি হবে উরুগুয়ের।
-
রোলা গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
-
সেরা কোচের দুই স্বীকৃতি পেলেন ক্লপ
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- বাড়ি থেকে পালিয়ে ১২ বছর লুকিয়ে থাকার এক গল্প
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ