নেদারল্যান্ডসে আর্চারিতে সেরা ষোলোয় বাংলাদেশ

নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপসের পুরুষ দলগত রিকার্ভ ও মিশ্র রিকার্ভে সেরা ষোলোয় উঠেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2019, 01:19 PM
Updated : 11 June 2019, 01:19 PM

সের্টোখোবসে মঙ্গলবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে স্পেনকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে সেরা ষোলোয় ওঠে বাংলাদেশ। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে রোমান সানা-তামিমুল ইসলাম-হাকিম আহমেদ রুবেলে গড়া দল।

মিশ্র রিকার্ভে রাশিয়াকে ৫-৩ ব্যবধানে হারানো বিউটি রায়-রোমান জুটি কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে জাপানের।

রিকার্ভ পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর প্রতিযোগীকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন রোমান। বাংলাদেশের এই আর্চার প্রথম রাউন্ডে জিতেছিলেন সুইজারল্যান্ডের প্রতিযোগীর বিপক্ষে ৭-১ ব্যবধানে। এই ইভেন্টের প্রথম রাউন্ড থেকে আগেই ছিটকে যান সানার দুই সতীর্থ তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল।

রিকার্ভ মেয়েদের এককে আলো ছড়াতে পারেননি বাংলাদেশের একমাত্র প্রতিযোগী বিউটি রায়। ইংল্যান্ডের প্রতিপক্ষের কাছে ৬-৫ সেট পয়েন্টে হেরে ছিটকে যান প্রথম রাউন্ড থেকে।