কোপায় নিজেদের ফেভারিট মানছেন না মেসি

ব্রাজিলে হতে যাওয়া কোপা আমেরিকায় শিরোপা জয়ের দৌড়ে নিজেদের এগিয়ে রাখছেন না লিওনেল মেসি। আর্জেন্টিনা দল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2019, 10:11 AM
Updated : 6 June 2019, 12:10 PM

দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ দুই আসরেই ফাইনালে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। ২০১৫ ও ২০১৬ সালের দুটি ফাইনালেই পেনাল্টি শুট আউটে তাদের হারায় চিলি। এবারের আসরে আর্জেন্টিনার তরুণ দলকে ফেভারিটদের কাতারে উপরের দিকে রাখা উচিত হবে না বলে মনে করেন মেসি।

“এবার আমরা অন্যান্যবারের মতো শিরোপার দাবিদার নই। সবসময়ের মতো একই স্বপ্ন ও উৎসাহ নিয়ে আমরা প্রতিযোগিতায় অংশ নেব। কিন্তু বাস্তবতাটা হলো, আর্জেন্টিনা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে।”

কোপা আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সবশেষ প্রতিযোগিতাটির শিরোপা জিতেছে ১৯৯৩ সালে যা তাদের সবশেষ কোনো বড় শিরোপা। আগামী ১৪ জুন শুরু হবে এবারের আসর। নিজেদের প্রথম ম্যাচে পরদিন কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপে মেসিদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কাতার।