২০২৩ এশিয়ান কাপ ফুটবল চীনে

২০২৩ সালের এশিয়ান কাপ ফুটবল চীন আয়োজন করবে বলে নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 01:10 PM
Updated : 4 June 2019, 01:10 PM

এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপ আয়োজন করতে যাচ্ছে চীন। ২০০৪ সালে প্রথমবার এ প্রতিযোগিতা আয়োজন করেছিল দেশটি। সেবার ফাইনালে জাপানের কাছে ৩-১ গোলে হেরেছিল তারা।

গত মাসে দক্ষিণ কোরিয়া আয়োজক হওয়ার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোয় চীনের আয়োজক হওয়া এক রকম নিশ্চিত হয়ে গিয়েছিল। প্যারিসে হওয়া এএফসির বিশেষ কংগ্রেসে চীনকেই ২০২৩ এশিয়ান কাপের আয়োজক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

চীনের মুখপাত্র প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, “২০২৩ এশিয়ান কাপের আয়োজক হতে পারাটা অনেক বড় সম্মানের। আপনারা জানেন, আমরা প্রস্তুত এবং সফলভাবে প্রতিযোগিতাটি আয়োজন করতে আত্মবিশ্বাসী। সবাইকে চীনে স্বাগত জানাতে আমি মুখিয়ে আছি।”

চলতি বছর এশিয়ান কাপ ফুটবলের সবশেষ আসরে চারবারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে কাতার।