নেশন্স লিগের চূড়ান্ত পর্বে থাকছে ‘ভিএআর’ প্রযুক্তি

চলতি সপ্তাহে পর্তুগালে শুরু হতে যাওয়া নেশন্স লিগের চূড়ান্ত পর্বে ব্যবহার করা হবে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2019, 10:14 AM
Updated : 3 June 2019, 10:14 AM

এই প্রথম জাতীয় দল নিয়ে উয়েফার আয়োজনে হওয়া কোনো প্রতিযোগিতায় থাকছে এ প্রযুক্তি।

গত বছর রাশিয়া বিশ্বকাপে ভিএআর ব্যবহার করা হয়েছিল। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বেও ছিল এ প্রযুক্তি।

বুধবার নেশন্স লিগের প্রথম সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। বৃহস্পতিবার শেষ চারের আরেক ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। আগামী রোববার পোর্তোতে হবে প্রতিযোগিতার ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।