লিভারপুলের ‘সেরা রাত’
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2019 04:18 AM BdST Updated: 02 Jun 2019 04:52 AM BdST
কোচ হিসেবে টানা ছয়টি ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল সঙ্গী। সপ্তমবারে এসে ছুটলো গেরো। টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর তাই লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বললেন, এটাই তাদের সেরা রাত।
আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে শনিবার রাতে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে ১৪ বছর পর ইউরোপ সেরা মুকুট জয়ের উৎসবে মাতে লিভারপুল।
২০০৪-০৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছিল লিভারপুল। গত মৌসুমেও ইউরোপ সেরার আসরে ফাইনাল খেলেছিল দলটি। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হেরে ভেঙেছিল স্বপ্ন।
স্বপ্ন পূরণের ম্যাচে দ্বিতীয় মিনিটেই নিখুঁত এক স্পক কিকে লিভারপুলকে এগিয়ে নেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। বদলি নামা বেলজিয়ামের ফরোয়ার্ড দিভোক ওরিগির শেষ দিকের গোলে লিভারপুলের ষষ্ঠবারের মতো ইউরোপ সেরার শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বিটি স্পোর্টকে নিজের অনুভূতি জানাতে গিয়ে দলের মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ হন ক্লপ। আলাদাভাবে প্রশংসা করেন দারুণ কিছু সেভ করা গোলরক্ষক আলিসনকেও।
“ছেলেদের নিয়ে আমি ভীষণ খুশি। পরিবারকে নিয়েও, তারা আমার জন্য ভুগেছে, যে কারো চেয়ে এটা তাদের বেশি প্রাপ্য।”
“আপনি কি কখনও এমন দল দেখেছেন? ট্যাংকে জ্বালানি নেই কিন্তু লড়ে যাচ্ছে? এবং আমাদের একজন গোলরক্ষক আছে, যে কঠিন কাজটা করছে সহজভাবে।”
“এটাই আমাদের পেশাদার ক্যারিয়ারের সেরা রাত।”
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
পগবার ভাইকে দলে টানল মোহনবাগান
-
রেকর্ড ফিতে নাইজেরিয়ান ফরোয়ার্ডকে নিল ফরেস্ট
-
'গোল যদি ১০টা দেওয়া যায়, দশটাই দিতে চাইব'
-
সাবিনাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে বললেন কোচ
-
বাফুফেতে কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন
-
ডার্বি কাউন্টির কোচের পদ ছাড়লেন রুনি
-
হতাশায় শেষ রোমানদের প্যারিস মিশন
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট