লিভারপুলের ‘সেরা রাত’

কোচ হিসেবে টানা ছয়টি ফাইনালে হারের তিক্ত অভিজ্ঞতা ছিল সঙ্গী। সপ্তমবারে এসে ছুটলো গেরো। টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর তাই লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বললেন, এটাই তাদের সেরা রাত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2019, 10:18 PM
Updated : 1 June 2019, 10:52 PM

আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে শনিবার রাতে টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে ১৪ বছর পর ইউরোপ সেরা মুকুট জয়ের উৎসবে মাতে লিভারপুল।

২০০৪-০৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছিল লিভারপুল। গত মৌসুমেও ইউরোপ সেরার আসরে ফাইনাল খেলেছিল দলটি। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হেরে ভেঙেছিল স্বপ্ন।

স্বপ্ন পূরণের ম্যাচে দ্বিতীয় মিনিটেই নিখুঁত এক স্পক কিকে লিভারপুলকে এগিয়ে নেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। বদলি নামা বেলজিয়ামের ফরোয়ার্ড দিভোক ওরিগির শেষ দিকের গোলে লিভারপুলের ষষ্ঠবারের মতো ইউরোপ সেরার শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বিটি স্পোর্টকে নিজের অনুভূতি জানাতে গিয়ে দলের মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ হন ক্লপ। আলাদাভাবে প্রশংসা করেন দারুণ কিছু সেভ করা গোলরক্ষক আলিসনকেও।

“ছেলেদের নিয়ে আমি ভীষণ খুশি। পরিবারকে নিয়েও, তারা আমার জন্য ভুগেছে, যে কারো চেয়ে এটা তাদের বেশি প্রাপ্য।”

“আপনি কি কখনও এমন দল দেখেছেন? ট্যাংকে জ্বালানি নেই কিন্তু লড়ে যাচ্ছে? এবং আমাদের একজন গোলরক্ষক আছে, যে কঠিন কাজটা করছে সহজভাবে।”

“এটাই আমাদের পেশাদার ক্যারিয়ারের সেরা রাত।”