চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ছাড়া দাপট অর্থহীন : গুয়ার্দিওলা

প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে ইংল্যান্ডের তিনটি ঘরোয়া প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে চ্যাম্পিয়ন্স লিগ না জেতা পর্যন্ত ঘরোয়া ফুটবলের এই দাপট যথেষ্ট নয় বলে মনে করেন স্প্যানিশ এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2019, 11:54 AM
Updated : 20 May 2019, 11:54 AM

লিগ কাপ ও ইংলিশ প্রিমিয়ার লিগের পর শনিবার রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ওয়াটফোর্ডকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের শিরোপা ঘরে তোলে গুয়ার্দিওলার দল। গুয়ার্দিওলার অধীনে ঘরোয়া পর্যায়ে ধারাবাহিকভাবে সাফল্য পেলেও ইউরোপের মঞ্চে সাফল্য এখনও অধরা সিটির। আগামীতে সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য পেতে চান ৪৮ বছর বয়সী এই কোচ।

“চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম কিনা তা দিয়ে আমাদের মূল্যায়ন করা হবে, এ কথা আমি আগেই বলেছিলাম। আমি জানি, আমরা চ্যাম্পিয়ন্স লিগ না জেতা পর্যন্ত এটা যথেষ্ট হবে না।”

“এটা আমার সঙ্গে এসেছে। আমি সেটা জানি। বার্সেলোনাতে আমরা ভাগ্যবান ছিলাম যে চার বছরে এই শিরোপা দুইবার জিতেছিলাম। আর মানুষ আশা করে যে আমি বিশেষ কেউ; আমাদের চ্যাম্পিয়ন্স লিগ জিততেই হবে।”