গ্রিজমানের বার্সায় আসা না আসা নিয়ে ‘মন্তব্য নেই’ ভালভেরদের

আতলেতিকো মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেওয়া অঁতোয়ান গ্রিজমান বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। কিন্তু কোচ এরনেস্তো ভালভেরদে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অনুমাননির্ভর কোনো বিষয় নিয়ে কথা বলবেন না তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2019, 06:44 PM
Updated : 18 May 2019, 06:44 PM

এইবারের বিপক্ষে রোববার লা লিগার শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে ফরাসি ফরোয়ার্ডকে কেনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ভালভেরদে।

“আমরা সবসময় একই কথা বলেছি। সে অন্য দলের খেলোয়াড়; সবসময় বলেছি যে, সে বড় মাপের খেলোয়াড়।”

“যদি মৌসুমের শেষে সে বার্সেলোনাতে আসে, তখন আমরা দেখব। কিন্তু আমরা অনুমাননির্ভর পরিস্থিতি নিয়ে কথা বলছি; একজন খেলোয়াড় যে আসতে পারে, নাও পারে, তাকে নিয়ে কথা বলছি। … আমি এটা নিয়ে আর কথা বলব না।”

স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে ২৮ বছর বয়সী গ্রিজমানকে নিতে তার বাই আউট ক্লজের ১২ কোটি ইউরো দেবে বার্সেলোনা।

লা লিগার মুকুট ধরে রাখলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে লিভারপুলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে। ধারণা করা হচ্ছে, আগামী গ্রীষ্মে দলটি শক্তি বাড়াবে। তবে খেলোয়াড় দলে টানার বিষয়টি ক্লাব কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিচ্ছেন ভালভেরদে।

“আমি জানি না কতজনকে দলে টানা হবে। সেটা হতেও পারে, নাও পারে, এটা ক্লাবের ব্যাপার। আমি এটার অংশ কিন্তু আরও অন্যান্য পক্ষ আছে, তাদেরকেও মতামত দিতে হবে।”

“দলের যে শক্তি আছে, সেটা বিবেচনায় রেখে আমাদেরকে সম্ভাব্য সেরা দল তৈরি করতে হবে।”