চীনে আর্চারিতে শেষ চারে হারল বাংলাদেশ

আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২-এর রিকার্ভ পুরুষ দলগত বিভাগে দারুণ খেলা বাংলাদেশ শেষ পর্যন্ত সেমি-ফাইনালে হেরে গেছে তুরস্কের কাছে হেরে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2019, 01:14 PM
Updated : 9 May 2019, 01:14 PM

চীনের সাংহাইতে হওয়া এই প্রতিযোগিতায় বৃহস্পতিবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে মোহাম্মদ আব্দুল হাকিম রুবেল, রোমান সানা ও তামিমুল ইসলামে গড়া বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টে নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে।

কোয়ার্টার-ফাইনালে ভারতকে ৫-১ ব্যবধানে হারিয়ে উঠে যায় সেমি-ফাইনালে মঞ্চে। সেখানে রোমানরা ৫-৩ সেট পয়েন্ট হেরে যায় তুরস্কের কাছে। ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার।

রিকার্ভ এককের সেরা ষোলোতে ওঠার লড়াইয়ে ঝরে পড়ে বাংলাদেশের প্রতিযোগীরা। নেদারল্যান্ডসের প্রতিযোগীর কাছে ৬-৪ সেট পয়েন্টে হারেন রোমান। আর দক্ষিণ কোরিয়ার আর্চারের কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের রুবেল।