লিভারপুলের বিপক্ষে উপভোগ্য ফাইনালের অপেক্ষায় পচেত্তিনো

দুই দলই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। লিভারপুলের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইটা তাই উপভোগ্য হবে বলে প্রত্যাশা করছেন টটেনহ্যাম কোচ মাওরিসিও পচেত্তিনো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2019, 10:22 AM
Updated : 9 May 2019, 03:52 PM

বুধবার রাতে শেষ চারের ফিরতি পর্বে আয়াক্সের মাঠে দুই গোল খাওয়ার পর ৩-২ গোলে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে টটেনহ্যাম। গত সপ্তাহে টটেনহ্যামের মাঠে প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল আয়াক্স।

প্রথম সেমি-ফাইনালে বার্সেলোনার মাঠে প্রথম লেগে ৩-০ গোলে হারের পর ঘরের মাঠে ৪-০ গোলের জয়ে ফাইনালে পা রাখে লিভারপুল।

আগামী ১ জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হতে যাওয়া ‘অল ইংলিশ’ ফাইনালের অপেক্ষায় আছেন পচেত্তিনো।

“আমি ইয়ুর্গেন ক্লপ ও লিভারপুলের সব খেলোয়াড়দের অভিনন্দন জানাই, কারণ আমি মনে করি, তারা দুর্দান্ত ছিল।”

“বার্সেলোনার বিপক্ষে তাদের সেমি-ফাইনালের লড়াই আমরা খুব উপভোগ করলাম। তারাও সবাই নায়ক এবং অবশ্যই দুই ইংলিশ দলের মধ্যে দারুণ একটা ফাইনাল হবে যা আমরা নিশ্চিত করেই উপভোগ করব।”