বার্সার মাঠে বড় হারে উদ্বিগ্ন নন ভন ডাইক

চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বার্সেলোনার মাঠে বড় হারের পর প্রতিযোগিতার টানা দ্বিতীয় ফাইনালে পৌঁছানোর আশা ছাড়ছেন না লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক। নিজেদের মাঠে ফিরতি পর্বে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাস ধরে রেখে কঠোর পরিশ্রম করে যেতে চান ডাচ এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 12:45 PM
Updated : 2 May 2019, 01:48 PM

বুধবার কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারে লিভারপুল। ২৬তম মিনিটে স্বাগতিকদের প্রথম গোল এনে দেন লুইস সুয়ারেস। ৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সাত মিনিট পর পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দারুণ এক ফ্রি-কিকে অতিথিদের বড় হার নিশ্চিত হয়। ম্যাচের পর হাল না ছেড়ে ইতিবাচক থাকার কথা জানান ভন ডাইক।

“আমরা খুব ভালো কিছু সুযোগ পেয়েছিলাম – একটা গোল করা উচিত ছিল। আর তারাও চতুর্থ গোল করতে পারত – কিন্তু ফলাফলটা ৩-০ এবং অ্যানফিল্ডে আমাদের একটা বড় কাজ করার আছে।”

“পুরো মৌসুম জুড়েই আমরা দেখিয়েছি যে আমরা কখনও হাল ছাড়ি না। আমাদের সবাইকে একসঙ্গে হতে হবে এবং দেখাই যাক কী হয়।”

“আমরা শুধু নিজেদের ওপর বিশ্বাসই রাখতে পারি এবং কঠোর পরিশ্রম করাটা চালিয়ে যেতে পারি। আমরা ইতিবাচক থাকতে পারি এবং এখানে উদ্বেগের কোনো কারণ নেই।”

আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।