আজারের সঙ্গে খেলতে চান নেইমার

এদেন আজারের সঙ্গে নিজের খেলার ধরনের মিল দেখেন পিএসজির তারকা ফরোয়ার্ড নেইমার। তাই বেলজিয়ান ফরোয়ার্ডের সঙ্গে একই ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2019, 11:52 AM
Updated : 26 April 2019, 11:53 AM

জাতীয় দলে ও ক্লাবে দারুণ সব ফুটবলারদের সতীর্থ হিসেবে পেয়েছেন নেইমার। বর্তমান ক্লাব পিএসজিতে রয়েছে এদিনসন কাভানি, কিলিয়ান এমবাপে, আনহেল দি মারিয়া, মার্কো ভেরাত্তি, জানলুইজি বুফফনের মতো খেলোয়াড়। সাবেক ক্লাব বার্সেলোনাতে খেলেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস, জেরার্দ পিকে ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে। জাতীয় দলে পাশে পাচ্ছেন রবের্তো ফিরমিনো, ফিলিপে কৌতিনিয়ো, চিয়াগো সিলভা, মার্কিনিয়োসদের।

ফক্স স্পোর্টস ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার চেলসি তারকা আজারকে সতীর্থ হিসেবে পেতে আগ্রহের কথা জানান।

“আমি আজারের সঙ্গে খেলতে চাই। তার খেলার ধরন আমার মতো। এক সঙ্গে আমরা খুব ধ্বংসাত্মক হতে পারতাম।”

লিগ ওয়ানে চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১৩টি গোল করার পাশাপাশি সতীর্থদের ৬টি গোলে অবদান রেখেছেন নেইমার। জানুয়ারিতে পায়ের চোটে ছিটকে যাওয়ার পর গত রোববার লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন ২৭ বছর বয়সী এই তারকা।