মেসির হাতে এবারের ব্যালন ডি’অর দেখছেন মরিনিয়ো

দারুণ ছন্দে থাকা লিওনেল মেসির এ বছরের ব্যালন ডি’অর জেতাটা সময়ের ব্যাপার বলে মনে করেন পর্তুগিজ কোচ জোসে মরিনিয়ো। কারণ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউভেন্তুস বাদ পড়ায় ক্রিস্তিয়ানো রোনালদো বর্ষসেরার লড়াই থেকে ছিটকে গেছেন বলে মনে করেন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2019, 12:09 PM
Updated : 20 April 2019, 04:26 PM

৩১ বছর বয়সী মেসি এখন পর্যন্ত চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে করেছেন ৪৫ গোল। পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার ২০০৬ সালের পর গত বছর প্রথমবারের মতো ব্যালন ডি’অরের লড়াইয়ে সেরা তিনে থাকতে ব্যর্থ হন।

রাশিয়ান টুডেকে দেওয়া সাক্ষাৎকারে মরিনিয়ো বলেন, “মেসি অবিশ্বাস্য একটা মৌসুম কাটাচ্ছে। ইউভেন্তুস ও ক্রিস্তিয়ানো রোনালদো (চ্যাম্পিয়ন্স লিগ) এই লড়াই থেকে ছিটকে পড়ায়, সে জানে যে ব্যালন ডি’অর তার জন্য অপেক্ষা করছে।”

এর আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার ও ২০১৫ সালে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন লিওনেল মেসি।