কোমানের জোড়া গোলে বায়ার্নের সহজ জয়

ফরাসি মিডফিল্ডার কিংসলে কোমানের জোড়া গোলে  বুন্ডেসলিগায় ফরটুনা ডুসেলডর্ফকে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে নিকো কোভাচের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2019, 04:31 PM
Updated : 14 April 2019, 04:31 PM

রোববার প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলে জয় পায় বায়ার্ন। নভেম্বরে প্রথম দেখায় এই দলের সঙ্গে ঘরের মাঠে ৩-৩ ড্র করছিল তারা।

ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারতো প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। ডান দিক থেকে সের্গে জিনাব্রির ক্রসে ডি-বক্সে থাকা কোমানের ফ্লিক ফিরে পোস্টে লেগে।

এর নয় মিনিট পরই দলকে প্রথম গোল এনে দেন কোমান। ৪১তম মিনিটে জসুয়া কিমিচের পাস থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন ২২ বছর বয়সী কোমান।

দ্বিতীয়ার্ধের শুরুতে বড় ধাক্কা খায় অতিথিরা। চোট পেয়ে মাঠ ছাড়েন মানুয়েল নয়ার। ৫৫তম মিনিটে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন জিনাব্রি।

৮৯তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান বদলি খেলোয়াড় ডোডি লুকবাকিও। ডি-বক্সে মাটস হুমেলসের হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৪-১ করেন লেয়ন গোরেটস্কা।

এই জয়ে ২৯ ম্যাচে ২১ জয় ও চার ড্রয়ে শীর্ষে ফেরা বায়ার্নের সংগ্রহ ৬৭ পয়েন্ট। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড।