‘বছরের পর বছর ধরে কঠিন বিষয়গুলো সহজ করে তুলছে মেসি’

ক্যারিয়ারে অনেকটা সময় এক সঙ্গে একই ক্লাবে খেলেছেন দুজন। প্রিয় সতীর্থের জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন বারবার। সাবেক সতীর্থ লিওনেল মেসির পারফরম্যান্সে এখনও বিস্মিত হন গত বছর বার্সেলোনা ছেড়ে যাওয়া আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে, কঠিন বিষয়গুলো সহজ করে তোলার অসাধারণ এক প্রতিভা আছে আর্জেন্টাইন তারকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2019, 11:32 AM
Updated : 14 April 2019, 12:02 PM

২০০২ সালে মূল দলে অভিষেকের পর ১৬ মৌসুম কাম্প নউয়ে কাটিয়ে গত মে মাসে জে. লিগের দল ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা। ক্যারিয়ারে এক যুগেরও বেশি সময় পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে তার সামর্থ্যের প্রশংসা করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

“বছরের পর বছর ধরে সে কঠিন কাজগুলো সহজ করে তুলছে যা খুব কম মানুষই করতে পারে। এটা কঠিন, কিন্তু সবসময় সে নতুন কিছু করে।”

“এত বছর পরে, এখনও সে অবিশ্বাস্য সব কাজ করে যাচ্ছে। এটা এমন কিছু যা আপনি দেখতে পারেন না। ব্যতিক্রমী সব কাজ ছাড়াও, সে যেভাবে শুধু বল স্পর্শ করে তা থেকেই আপনি দেখতে পারেন কতটা অসাধারণ সে।…সে অনন্য।”

দারুণ ছন্দে থাকা মেসি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ৪১ ম্যাচে করেছেন ৪৩ গোল।