রেফারিকে গালি দিয়ে ৮ ম্যাচ নিষিদ্ধ কস্তা

বার্সেলোনার বিপক্ষে লা লিগার মাচে রেফারিকে গালি দেওয়ার অপরাধে আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার দিয়েগো কস্তাকে আট ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2019, 12:05 PM
Updated : 11 April 2019, 12:05 PM

গত শনিবার কাম্প নউয়ে বার্সেলোনার কাছে ২-০ গোলে হারের ম্যাচে ২৮তম মিনিটে রেফারির একটি সিদ্ধান্তে ক্ষেপে গিয়ে তার মুখের সামনের গিয়ে আপত্তিজনকভাবে প্রতিবাদ করায় সরাসরি লাল কার্ড দেখেন কস্তা। ব্রাজিলে জন্ম নেওয়া এই স্প্যানিয়ার্ড রেফারির মাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে পরে ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন ম্যাচ রেফারি।

এই অভিযোগ অবশ্য প্রত্যাখান করেছেন কস্তা। রেফারিকে অপমান করায় চার ম্যাচ এবং রেফারির বাহু ধরায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

ফলে লা লিগার এবারের আসরে আতলেতিকোর বাকি ম্যাচগুলোয় আর দেখা যাবে না কস্তাকে। তবে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

৩১ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো। ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।