কাসিয়াসকে ছাপিয়ে মেসির জয়ের রেকর্ড

এস্পানিওলকে হারিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ইকের কাসিয়াসের সর্বোচ্চ জয়ের রেকর্ড ছুঁয়েছিলেন লিওনেল মেসি। ভিয়ারিয়ালের সঙ্গে দলের ড্রয়ে বেড়েছিল অপেক্ষা। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ঘরের মাঠে রেকর্ডটা নিজের করে নিয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2019, 09:31 PM
Updated : 6 April 2019, 09:35 PM

শনিবার রাতে কাম্প নউয়ে আতলেতিকোকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। ৮৫তম মিনিটে লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যাওয়ার পর কাতালুনিয়ার দলটি পরের মিনিটেই মেসির গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয়। ডি-বক্সে তাকে হোসে হিমেনেস বাধা দিতে গিয়ে পড়ে যাওয়ার পর বুদ্ধিদ্বীপ্ত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচের বাকিটা সময় নির্বিঘ্নে পার করে দিয়ে লা লিগার চলতি মৌসুমে ২২তম জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

বার্সেলোনার এ জয়ে রেকর্ড হয়ে যায় মেসিরও। লা লিগায় নিজের ৩৩৫তম জয় নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক।

এস্পানিওলের বিপক্ষে ম্যাচের পরই মেসিকে আগাম অভিনন্দন জানিয়ে রেখেছিলেন কাসিয়াস। রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক বলেছিলেন, “রেকর্ডটা রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় স্পর্শ করলে আমি বেশি পছন্দ করতাম। কিন্তু এ ধরনের রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর সে সবসময় অসাধারণ। স্বীকৃতিটা তার (মেসির) প্রাপ্য।”