মেসির পারফরম্যান্সে বিস্মিত নন বুসকেতস

লা লিগায় এস্পানিওলের বিপক্ষে জোড়া গোল করা লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ তার বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতস। তবে অধিনায়কের এমন নৈপুণ্য সতীর্থদের জন্য বিস্ময়কর নয় বলে মনে করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2019, 10:26 AM
Updated : 31 March 2019, 10:42 AM

কাম্প নউয়ে শনিবার ২-০ গোলে জেতে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা লা লিগা চ্যাম্পিয়নরা বিরতির আগে গোলের দেখা পায়নি। শেষে ৭১তম মিনিটে মেসির দুর্দান্ত ফ্রি কিকে এগিয়ে যায় তারা। ৮৯তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩১টি গোল নিয়ে চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসির এমন সাফল্য দেখতে অভ্যস্ত বলে ম্যাচের পর জানান বুসকেতস।

“বাইরে থেকে দেখলে মেসির পারফরম্যান্স হয়তো অবাক করার মতো। কিন্তু তার এমন পারফরম্যান্স আমাদের অবাক করে না।”

“অনুশীলনে সে যা করে, সেটা ম্যাচে করা আরও কঠিন। কিন্তু আমরা এমনটা দেখে অভ্যস্ত।”

লিগে আরেকটি গুরুত্বপূর্ণ জয় পেয়ে খুশি বার্সেলোনার কোচ ভালভেরদে।

“তারা ছিল রক্ষণাত্মক। আর আমাদের খেলার জন্য খুব বেশি জায়গা দেয়নি।”

“আমাদের ধৈর্য ধরতেই হয়েছিল। আর প্রতি আক্রমণে তারা যেন আমাদের চমকে না দিতে পারে তা নিয়ে সতর্ক থাকতেই হচ্ছিল। দ্বিতীয়ার্ধের আগ পর্যন্ত তারা প্রতিরোধ গড়ল। কিন্তু যখনই আমরা প্রথম গোলটা পেলাম, তখন থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল।”

২৯ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৬৯। ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।