রোনালদোর কাছ থেকে শিখছেন ইতালির কেন

ইউরো ২০২০ এর বাছাই পর্বে ফিনল্যান্ডের বিপক্ষে গোল করা ইতালির তরুণ ফরোয়ার্ড মইজে কেন ক্লাব সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোর কাছ থেকে শিখছেন বলে জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2019, 07:44 AM
Updated : 25 March 2019, 07:44 AM

উদিনেজে হওয়া শনিবারের ম্যাচটি ২-০ গোলে জিতে ইতালি। দেশের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা ১৯ বছর বয়সী কেন এ দিনই প্রথম শুরুর একাদশে জায়গা পান। গত একশ বছরে এত কম বয়সে ইতালির শুরুর একাদশে জায়গা পাননি আর কোনো স্ট্রাইকার। আর আন্তর্জাতিক ফুটবলে গত ৫০ বছরে ইতালির হয়ে তার চেয়ে কম বয়সে জালের দেখা পায়নি আর কেউই।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোকে ইউভেন্তুসে সতীর্থ হিসেবে পাওয়ায় নিজের খেলার উন্নতি হয়েছে বলে মনে করেন কেন।

“আমি তার থেকে শুধু শিখতেই পারি। এটা প্রতিদিনই ঘটে। অনুশীলনে নিজের সর্বোচ্চটা দিয়ে আমি প্রস্তুত থাকার চেষ্টা করছি। ভাঙার জন্য অনেক রেকর্ডই আছে। আর আমি সেগুলো ভাঙতে প্রস্তুত।”

ইউভেন্তুসের হয়ে এ পর্যন্ত সাত ম্যাচে তিন গোল করেছেন কেন। চলতি মাসে উদিনেজের বিপক্ষে সেরি আর ম্যাচে রোনালদো বিশ্রামে থাকায় প্রথমবারের মতো জায়গা পান দলের শুরুর একাদশে।