জয়ে শুরু বেলজিয়াম-ক্রোয়েশিয়ার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2019 04:02 AM BdST Updated: 22 Mar 2019 04:36 AM BdST
ইউরো-২০২০ বাছাইপর্বের শুরুটা দুর্দান্ত হলো বেলজিয়াম ও নেদারল্যান্ডসের। পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়াও।
বৃহস্পতিবার রাতে ‘আই’ গ্রুপে ব্রাসেলসে এদেন আজারের জোড়া গোলে গত বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালিস্ট রাশিয়াকে ৩-১ গোলে হারায় ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম।
গত ইউরো ও বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া নেদারল্যান্ডস মেমফিস ডিপাইয়ের জোড়া গোলে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেলারুশকে। আর আজারবাইজানকে ২-১ গোলে হারিয়েছে ক্রোয়াটরা।
ম্যাচে দারুণ গোছানো এক আক্রমণে ম্যাচের চতুর্দশ মিনিটে প্লেসিং শটে বেলজিয়ামকে এগিয়ে দেন ইউরি টিলেমনস। জাতীয় দলের হয়ে তরুণ এই মিডফিল্ডারের এটা প্রথম গোল। দুই মিনিট পরেই গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাস্যকর ভুলে ডি-বক্সে বল পেয়ে একটু এগিয়ে কোনাকুনি শটে রাশিয়াকে সমতায় ফেরান গত বিশ্বকাপে চার গোল করা দেনিস চেরিশেভ।
৪৫তম মিনিটে আজারের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা। আর ৮৮তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-১ করেন চেলসির এই ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে রাশিয়ার মিডফিল্ডার আলেকসান্দার গোলোভিন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
‘আই’ গ্রুপের অন্য ম্যাচে সাইপ্রাস নিজেদের মাঠে ৫-০ গোলে স্যান ম্যারিনোকে উড়িয়ে দিয়েছে। আরেক ম্যাচে কাজাখস্তানের মাঠে ৩-০ গোলে হেরেছে স্কটল্যান্ড।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে স্পট কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন ডিপাই। ৮৬তম মিনিটে বেলারুশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
এই গ্রুপের আরেক ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের মাঠে ২-০ গোলে হেরেছে এস্তোনিয়া।

৭৯তম মিনিটে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গত বিশ্বকাপের রানার্সআপদের জয়সূচক গোলটি করেন হফেনহাইমের ফরোয়ার্ড আন্দ্রেই ক্রামারিচ।
এই গ্রুপের অন্য ম্যাচে স্লোভাকিয়ার মাঠে ২-০ গোলে হেরেছে হাঙ্গেরি।
-
রিয়ালের বিপক্ষে হেরে ফাইনালে রিয়ালেরই ‘সমর্থক’ পিএসজি কোচ
-
মার্সেলোর ক্যারিয়ার আমার চেয়েও ভালো: কার্লোস
-
রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে
-
জাতীয় নারী হ্যান্ডবলে আনসারের টানা পাঁচ
-
ইউক্রেইনের মানুষদের জন্য খেলবে লিভারপুল: ক্লপ
-
রিয়ালের সামনে ‘ট্রেবল’ জয়ের চাপে লিভারপুল
-
লিসবনের দুঃখ প্যারিসে ভুলতে চান কোর্তোয়া
-
‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’