জাতীয় সাঁতারে দ্বিতীয় দিনে জুয়েল-জুনাইনার সঙ্গে আসিফের রেকর্ড

জাতীয় সাঁতারে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সুইমিংপুলে আলো ছড়িয়েছেন জুনাইনা আহমেদ ও জুয়েল আহমেদ। এ দুজনের সঙ্গে রেকর্ড গড়েছেন আসিফ রেজাও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 02:08 PM
Updated : 11 March 2019, 02:08 PM

মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সোমবার ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২০১৬ সালে গড়া নিজের রেকর্ড ভেঙেছেন জুয়েল। বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু এবার সময় নিয়েছেন ৪ মিনিট ৫০ সেকেন্ড।  তার আগের সেরা টাইমিং ছিল ৪ মিনিট ৫২ দশমিক ১৫ সেকেন্ড।  আগের দিন ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন জুয়েল।

ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও রেকর্ড গড়েছেন জুয়েল। ১ মিনিট ০ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে ২০০৫ সালে রুবেল রানার গড়া (১ মিনিট ০১ দশমিক ৯৬ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন তিনি।

মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন জুনাইনা। আগের দিন  ২০০ মিটার ফ্রিস্টাইল ও ৪০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়া এই সাঁতারু ভেঙেছেন ২০১৬ সালে রোমানা আক্তারের গড়া (৫ মিনিট ৪৭ দশমিক ৫৯ সেকেন্ড) রেকর্ড।

ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৩ দশমিক ৮৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা। আগের রেকর্ডটি (২৩ দশমিক ৯৮ সেকেন্ড) ২০১৬ সালে গড়েছিলেন মাহফিজুর রহমান সাগর। মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ২৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন ইংল্যান্ড প্রবাসী জুনাইনা।

১ মিনিট ১৪ দশমিক ৫৭ সেকেন্ড সময় নিয়ে জুনাইনাকে পেছনে ফেলে মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন সেনাবাহিনীর নাঈমা আক্তার।  ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে ২৬ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন মাহমুদুন নবী নাহিদ।  এই ইভেন্টে মেয়েদের বিভাগে সেরা হয়েছেন নৌবাহিনীর সোনিয়া খাতুন (৩১ দশমিক ৯৩ সেকেন্ড)।

ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৮ মিনিট ১৬ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন আসিফ রেজা-মনিরুল ইসলাম-পলাশ চৌধূরী-মাহমুদুন নবী নাহিদে গড়া নৌবাহিনী দল।  আগের রেকর্ড টাইমিং ছিল ৮ মিনিট ১৯ দশমিক ৬১ সেকেন্ড।

মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও রেকর্ড গড়ে সোনা জিতেছে নৌবাহিনী। ৯ মিনিট ৫২ দশমিক ০৯ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন জুনাইনা-সোনিয়া আক্তার-মাজফুজা-সোনিয়া আক্তার টুম্পায় গড়া দল। এ ইভেন্টে আগের রেকর্ড টাইমিং ছিল ৯ মিনিট ৫৭ দশমিক ১০ সেকেন্ড। আগের দিন মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন টুম্পা।