জাতীয় সাঁতারে দ্বিতীয় দিনে জুয়েল-জুনাইনার সঙ্গে আসিফের রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Mar 2019 08:08 PM BdST Updated: 11 Mar 2019 08:08 PM BdST
জাতীয় সাঁতারে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সুইমিংপুলে আলো ছড়িয়েছেন জুনাইনা আহমেদ ও জুয়েল আহমেদ। এ দুজনের সঙ্গে রেকর্ড গড়েছেন আসিফ রেজাও।
মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সোমবার ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২০১৬ সালে গড়া নিজের রেকর্ড ভেঙেছেন জুয়েল। বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু এবার সময় নিয়েছেন ৪ মিনিট ৫০ সেকেন্ড। তার আগের সেরা টাইমিং ছিল ৪ মিনিট ৫২ দশমিক ১৫ সেকেন্ড। আগের দিন ২০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন জুয়েল।
ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও রেকর্ড গড়েছেন জুয়েল। ১ মিনিট ০ দশমিক ৭৬ সেকেন্ড সময় নিয়ে ২০০৫ সালে রুবেল রানার গড়া (১ মিনিট ০১ দশমিক ৯৬ সেকেন্ড) রেকর্ড ভেঙেছেন তিনি।
মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ৫ মিনিট ৩৭ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন জুনাইনা। আগের দিন ২০০ মিটার ফ্রিস্টাইল ও ৪০০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়া এই সাঁতারু ভেঙেছেন ২০১৬ সালে রোমানা আক্তারের গড়া (৫ মিনিট ৪৭ দশমিক ৫৯ সেকেন্ড) রেকর্ড।

১ মিনিট ১৪ দশমিক ৫৭ সেকেন্ড সময় নিয়ে জুনাইনাকে পেছনে ফেলে মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সেরা হয়েছেন সেনাবাহিনীর নাঈমা আক্তার। ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে ২৬ দশমিক ১৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন মাহমুদুন নবী নাহিদ। এই ইভেন্টে মেয়েদের বিভাগে সেরা হয়েছেন নৌবাহিনীর সোনিয়া খাতুন (৩১ দশমিক ৯৩ সেকেন্ড)।
ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৮ মিনিট ১৬ দশমিক ৩৬ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন আসিফ রেজা-মনিরুল ইসলাম-পলাশ চৌধূরী-মাহমুদুন নবী নাহিদে গড়া নৌবাহিনী দল। আগের রেকর্ড টাইমিং ছিল ৮ মিনিট ১৯ দশমিক ৬১ সেকেন্ড।
মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও রেকর্ড গড়ে সোনা জিতেছে নৌবাহিনী। ৯ মিনিট ৫২ দশমিক ০৯ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন জুনাইনা-সোনিয়া আক্তার-মাজফুজা-সোনিয়া আক্তার টুম্পায় গড়া দল। এ ইভেন্টে আগের রেকর্ড টাইমিং ছিল ৯ মিনিট ৫৭ দশমিক ১০ সেকেন্ড। আগের দিন মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন টুম্পা।
-
‘জিকো-ইব্রাহিমদের চ্যালেঞ্জ জানানোর মতো খেলোয়াড় ক্যাম্পে আছে’
-
ফাইনাল দেখতে এসে মারামারি করে গ্রেফতার ৫
-
‘লিভারপুলের শিরোপা কঠিন, তবে অসম্ভব নয়’
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
- কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের বিদ্রোহী আফজল খানের ছেলে ইমরান
- ‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’