বার্সাকে হারিয়ে কাতালান চ্যাম্পিয়ন জিরোনা

বার্সেলোনাকে হারিয়ে কাতালান সুপার কাপের শিরোপা জিতেছে জিরোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2019, 08:00 PM
Updated : 6 March 2019, 08:58 PM

বুধবার রাতে ক্রিস্তিয়ান স্তুয়ানির একমাত্র গোলে ম্যাচটি জিতে জিরোনা।

লিওনেল মেসি-লুইস সুয়ারেসসহ নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রামে রেখে খেলতে নামা বার্সেলোনা বেশিরভাগ সময় বল দখলে রেখে মোট ১৬টি শট নেয়, যার মধ্যে ছয়টিই ছিল লক্ষ্যে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

৬৯তম মিনিটে স্পট কিকে পার্থক্য গড়ে দেন উরুগুয়ের ফরোয়ার্ড স্তুয়ানি। স্প্যানিশ মিডফিল্ডার ভালেরি ফের্নান্দেস বার্সেলোনার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

আগে স্পেনের কাতালুনিয়া অঞ্চলের সব ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত হত কোপা কাতালুনিয়া। তবে ২০১৪ সাল থেকে লা লিগায় খেলা কাতালুনিয়ার সেরা দুই ক্লাবকে নিয়ে কাতালান সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়। বাকি ক্লাবগুলো খেলবে আগের টুর্নামেন্টেই।

গত মৌসুমে লা লিগার শিরোপা জিতেছিল বার্সেলোনা। আর দশম হয়েছিল জিরোনা। এবার প্রথমবার এই শিরোপা জিতলো দলটি। আগের তিনবারে দুবার চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা, অন্যবার এস্পানিওল।