তবুও হাল ছাড়ছেন না রিয়াল কোচ

সব প্রতিযোগিতা মিলে শেষ চার ম্যাচের তিনটিতে হেরে কোণঠাসা হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বার্সেলোনার কাছে আরেকটি পরাজয়ে পয়েন্ট তালিকায় বড় ব্যবধানে পিছিয়ে গেছে তারা। তবে হাল ছাড়তে রাজি নন দলটির কোচ সান্তিয়াগো সোলারি। মৌসুমের বাকিটা সময়ে লড়ে যেতে চান চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2019, 01:08 PM
Updated : 3 March 2019, 01:08 PM

তিন দিনের ব্যবধানে ঘরের মাঠে দুইবার চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল। গত বুধবার কোপা দেল রে সেমি-ফাইনালের ফিরতি পর্বে ৩-০ গোলে হারের পর শনিবার লিগে ১-০ ব্যবধানে হারে সোলারির দল। এই নিয়ে এবারের লিগে আট ম্যাচে হারল তারা।

লিগে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পড়ে শিরোপা স্বপ্ন ফিকে হয়ে গেছে রিয়ালের। তবে আশাহত না হয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় সোলারির।

একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও শেষ পর্যন্ত যেতে আত্মবিশ্বাসী আর্জেন্টাইন কোচ। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় প্রতিযোগিতাটির শেষ ষোলোর ফিরতি পর্বে আয়াক্সের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।

“আমরা কোথায় কোথায় উন্নতি করতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। তারপর কাজ করে যেতে হবে।”

“লিগে পয়েন্টের পার্থক্যটা বেশ বড়, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা হাল ছাড়ব না। সবসময় চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া প্রতিযোগিতায় সবকিছুর জন্য লড়াই করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

লা লিগায় ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বার্সেলোনা। ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ২৬ ম্যাচে ৪৮।