চেলসির ওপর খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা

তরুণ খেলোয়াড়দের বিষয়ে নিয়ম ভাঙার দায়ে আগামী দুই দল-বদল বাজারে নতুন কোনো খেলোয়াড় কিনতে পারবে না চেলসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2019, 10:52 AM
Updated : 22 Feb 2019, 10:52 AM

এই নিষেধাজ্ঞার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ছয় লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। একই সঙ্গে ইংল্যান্ডের ফুটবল সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) পাঁচ লাখ ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

খেলোয়াড় ছেড়ে দেওয়ার বিষয়টি অবশ্য এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। চেলসির মহিলা ও ফুটসাল ফুটবলও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

ফিফার কাছে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে চেলসিকে তিন দিন সময় দেওয়া হয়েছে।

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত  ক্লাবটিতে খেলা বুরকিনা ফাসোর স্ট্রাইকার বেরত্রান্দ ত্রাওরেসহ তরুণ বিদেশি খেলোয়াড়দের চুক্তিভুক্ত করার বিষয়ে ফিফার তদন্ত শেষে এই শাস্তি পেল চেলসি।