আইএসএসএফ আর্চারি চ্যাম্পিয়নশিপ্স শনিবার শুরু

আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাংঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপ্স শুরু হচ্ছে আগামী শনিবার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 02:41 PM
Updated : 20 Feb 2019, 02:41 PM

বাংলাদেশসহ মোট ২৬টি দেশের প্রতিযোগী ১০ ইভেন্টের পদকের লড়াইয়ে নামবে বলে জানিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। গতবারের চেয়ে এবার অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়েছে নয়টি।

এবারের খেলা হবে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে। বাংলাদেশের ১৬ জন আর্চার অংশ নেবে বলে বুধবার সংবাদ সম্মেলনে জানান ফেডারেশনের কর্মকর্তারা।

প্রথম আসরে ছয়টি সোনা, একটি রূপা ও দুটি ব্রোঞ্জসহ নয়টি পদক জিতে সেরা হয়েছিল বাংলাদেশের আর্চারা। ১৭ দেশের আর্চার নিয়ে ২০১৮ সালে হওয়া দ্বিতীয় আসরে ৫টি সোনা, ৫টি রূপা ও একটা ব্রোঞ্জসহ মোট ১১টি পদক নিয়ে সেরা হয়েছিলেন রোমান-রোকসানারা।

তৃতীয় আসরেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য জানালেন আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, “স্বর্ণ পদকের বিষয়টি আমাদের মাথায় থাকবে কিন্তু আমাদের চাওয়া আর্চারদের সার্বিক উন্নতি। এ টুর্নামেন্ট দিয়ে সেটা হলে আমরা বেশি খুশি হবো।”

বাংলাদেশ দল:

রিকার্ভ (পুরুষ): রোমান সানা, ইমদাদুল হক মিলন, হাকিম আহমেদ রুবেল ও তামিমুল ইসলাম।

রিকার্ভ (মহিলা): বিউটি রায়, দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ইতি খাতুন

কম্পাউন্ড (পুরুষ): শেখ সজীব, অসীম কুমার দাস, আবুল কাশেম মামুন ও মিলন মোল্লা।

কম্পাউন্ড (মহিলা): সুস্মিতা বণিক, বন্যা আক্তার, শ্যামলী রায় ও তামান্না পারভীন।