ফুটবল খেলাটা সহজ করে তোলে মেসি: দেম্বেলে

আক্রমণভাগে সতীর্থ হিসেবে অধিনায়ক লিওনেল মেসির প্রশংসা করেছেন উসমান দেম্বেলে। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের দিকে প্রতিপক্ষ বেশি মনোযোগ দেওয়ায় দলের অন্যদের জন্য খেলাটা সহজ হয় বলে মনে করেন ফরাসি এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 11:57 AM
Updated : 18 Feb 2019, 12:00 PM

চলতি মৌসুমে ৩১ বছর বয়সী মেসির সঙ্গে দারুণ বোঝাপড়া গড়ে তুলেছেন দেম্বেলে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে দুজনে করেছেন ৪৩ গোল।

২০১৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে কাম্প নউয়ে পাড়ি জমানোর পর শুরুতে নিজেকে মেলে ধরতে না পারলেও চলতি মৌসুমে ছন্দ খুঁজে পেয়েছেন দেম্বেলে। বার্সেলোনার আক্রমণভাগের বাঁ প্রান্তে নেইমারের অভাব দারুণভাবে পূরণ করেছেন ২১ বছর বয়সী এই উইঙ্গার।

বার্সেলোনার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বাড়তি দায়িত্ব নিয়ে খেলায় উচ্ছ্বাস প্রকাশ করেন দেম্বেলে।

“এটা দুর্দান্ত, সে ফুটবল খেলাকে সহজ করে তোলে।”

“আমি তাকে বলটা দেই। আর সে অবিশ্বাস্য সব কাজ করে। যখন সে মাঠে থাকে, তখন একজন ফরোয়ার্ডের কাজটা বেশি সহজ হয় কারণ প্রতিপক্ষ মূলত তার দিকে মনোযোগ দেয়।”

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি ক্লাব লিঁওর মাঠে খেলবে বার্সেলোনা।