চলতি মৌসুমে সিটির হয়ে সব জিততে চান আগুয়েরো

ম্যানচেস্টার সিটির বর্তমান দলটির ‘সব কিছু জেতার ক্ষমতা’ আছে বলে মনে করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো। চলতি মৌসুমে তিনটি ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ইতিহাস গড়তে সতীর্থদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2019, 03:11 PM
Updated : 17 Feb 2019, 03:11 PM

গত সপ্তাহে চেলসিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে সিটি। শনিবার নিউপোর্ট কাউন্টির বিপক্ষে ৪-১ গোলের জয়ে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল।

বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে শালকের মাঠে খেলবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। আর আগামী রোববার ইএফএল কাপের ফাইনালে মুখোমুখি হবে চেলসির।

সবগুলো শিরোপা জেতার পাশাপাশি প্রতিটি ফাইনালে গোল করতে চান আগুয়েরো।

“যদি আপনি চারটি শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে মৌসুমের এই পর্যায় শুরু করেন, তার মানে আপনি ভালো করছেন।”

“আর আমি চাই এটা ঘটুক। আমি উচ্চাকাঙ্ক্ষী এবং লক্ষ্য উঁচুতেই রাখা উচিত।”

“আমি জানি যে আগে কেউ কখনও এটা করেনি। আর আমি চাইব যে আমরা ইতিহাসের অংশ হই। আমার জন্যও লক্ষ্যটা একই, আমি সব ফাইনালে গোল করতে চাই। আমি সিটির এই দলের মাঝে সব কিছু জয় করার ক্ষমতা দেখি। আর তাই সেটা করা আমাদের চ্যালেঞ্জ।”