রোনালদোর নৈপুণ্যে জয়ে ফিরল ইউভেন্তুস

সেরি আয় টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সঙ্গে সতীর্থের গোলে রাখলেন অবদান। পর্তুগিজ তারকার নৈপুণ্যে সাস্সুয়োলোকে সহজেই হারিয়েছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2019, 06:58 PM
Updated : 10 Feb 2019, 07:14 PM

প্রতিপক্ষের মাঠে রোববার স্থানীয় সময় বিকালে ৩-০ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা। গত সপ্তাহে পার্মার বিপক্ষে ঘরের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-৩ ড্র করেছিল টানা সাতবারের লিগ শিরোপা জয়ীরা।

সামি খেদিরার গোলে ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। ডি-বক্সের মুখ থেকে রোনালদোর জোরালো শট রুখে দেন গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি তিনি। আলগা বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে পাঠান জার্মান মিডফিল্ডার।

৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। মিরালেম পিয়ানিচের কর্নারে হেডে গোলটি করেন সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। আসরে এই নিয়ে সর্বোচ্চ ১৮ গোল করলেন তিনি।

৮৬তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন এমরে কান। রোনালদোর পাস পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান খানিক আগেই বদলি নামা জার্মান এই মিডফিল্ডার।

২৩ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা ইউভেন্তুসের পয়েন্ট ৬৩।

দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫২। ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান।