বার্সার শিরোপা স্বপ্ন কঠিন করে তুলবে রিয়াল: রামোস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Feb 2019 03:57 PM BdST Updated: 10 Feb 2019 03:57 PM BdST
আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার পর বার্সেলোনার শিরোপা স্বপ্ন কঠিন করে তোলার ঘোষণা দিয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্হিও রামোস।
শনিবার নগর প্রতিদ্বন্দ্বীদেরকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারায় রিয়াল।
আতলেতিকোর বিপক্ষে পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করা রামোস বিন স্পোর্টসকে জানান, লিগ শিরোপা এখন উন্মুক্ত এবং তার দলের শিরোপা আশা এখনও ভালোভাবে বেঁচে আছে।
“লিগের লড়াইটা এখনও বাকি আছে। এখনও অনেক পয়েন্টের খেলা আছে এবং প্রথম রাউন্ডে যেমন দেখা গিয়েছিল, তেমন করে যেকোনো দল আপনার জীবন জটিল করে তুলতে পারে।”
“আমাদের সেই আশা আছে এবং আমরা লিগের (শিরোপা) জন্য লড়ব। বার্সেলোনা যদিও খুব গুরুত্বপূর্ণ ব্যবধানে এগিয়ে আছে তারপরও আমরা তাদের কাজটা কঠিন করে তোলার জন্য লড়ব।”
২৩ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে রিয়াল। তিন নম্বরে নেমে যাওয়া আতলেতিকোর পয়েন্ট ৪৪।
এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট