‘বার্সার বিপক্ষে আরও ভালো ফল প্রাপ্য ছিল রিয়ালের’

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে আরও ভালো ফলাফল রিয়াল মাদ্রিদের প্রাপ্য ছিল বলে মনে করেন লুকাস ভাসকেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2019, 10:34 AM
Updated : 7 Feb 2019, 10:34 AM

কাম্প নউয়ে বুধবার দুই দলের লড়াই ১-১ গোলে ড্র হয়। ষষ্ঠ মিনিটে ভাসকেসের গোলে শুরুটা দারুণ করেছিল রিয়াল। তবে ৫৭তম মিনিটে মালকমের গোলে ড্রয়ে শেষ হয় ম্যাচটি।

বার্সেলোনার মাঠে রিয়াল জয়ের ভালো সুযোগ পেয়েছিল বলে মনে করেন ভাসকেস। তাই জিততে না পারায় ভীষণ হতাশ স্প্যানিশ এই মিডফিল্ডার। তবে ঘরের মাঠে জয় দিয়েই ফাইনালে পা রাখতে চান ২৭ বছর বয়সী এই ফুটবলার।

“এটি একটি অম্ল-মধুর অনুভূতি কারণ দল আরও ভালো ফলাফলের দাবিদার ছিল। গোল পেয়ে ও দলকে সাহায্য করতে পেরে আমি রোমাঞ্চিত।”

“আমাদের পরিকল্পনা ছিল প্রতিপক্ষের ওপর অনেক চাপ সৃষ্টি করা এবং তাদের অর্ধে বলের দখল নেওয়া। আমরা ঠিক সেটাই করেছি, বিশেষ করে প্রথমার্ধে।”

“ফলাফলটা ১-২ করতে শেষ দিকে আমরা দারুণ কিছু সুযোগ পেয়েছিলাম। কিন্তু এটা হলো না। লড়াইটা এখন উন্মুক্ত। ফিরতি লেগে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। বের্নাবেউয়ে নিজেদের সমর্থকদের সামনে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

আগামী ২৭ ফেব্রুয়ারি সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি পর্বে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে মাঠে নামবে রিয়াল।