কাভানির জোড়া গোলে পিএসজির সহজ জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2019 04:09 AM BdST Updated: 28 Jan 2019 04:57 AM BdST
জোড়া গোল করলেন দারুণ ছন্দে থাকা এদিনসন কাভানি। সঙ্গে জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে ও আনহেল দি মারিয়া। তাতে লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযানে রেনকে সহজেই হারাল পিএসজি।
ঘরের মাঠে রোববার রাতে ৪-১ গোলে জেতে টমাস টুখেলের দল।
ম্যাচের সপ্তম মিনিটে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় পিএসজি। ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বের রক্ষণচেরা পাস দি মারিয়া নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাইরে ক্রস বাড়ান। আর হেডে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন তিনি।
ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অতিথিরা। ২৮তম মিনিটে সতীর্থের পাস গোলমুখে পেয়ে ব্যাকহিলে বল জালে পাঠান সেনেগালের ফরোয়ার্ড এমবায়ে নিয়াং।
দ্বিতীয়ার্ধে শিরোপাধারীদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি পয়েন্ট তালিকায় দশম স্থানে থাকা দল রেন। ১১ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি।
৬০তম মিনিটে নিজেদের সীমানা থেকে অধিনায়ক চিয়াগো সিলভার উঁচু করে বাড়ানো বল ধরে একা ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে জালে পাঠিয়ে দলকে ফের এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়া।
ছয় মিনিট পর প্রতিপক্ষের ভুলে ইউলিয়ান ড্রাক্সলার বল পেয়ে বাড়ান এমবাপেকে। কোনাকুনি শটে ব্যবধান বাড়ান ফরাসি এই ফরোয়ার্ড। এই নিয়ে চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার গোল হলো ১৮টি।

এই নিয়ে লিগে শেষ তিন ম্যাচে ছয়টিসহ মোট ১৬ গোল করে গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এলেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি।
২০ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৫৬।২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিল।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন