জয়ে শুরু মোহামেডানের

পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল টিম বিজেএমসি। কিন্তু শেষ পর্যন্ত মোহামেডানকে আটকে রাখতে পারেনি তারা। কিংসলে চিগোজির জোড়া গোলে জয় নিয়ে লিগে শুভসূচনা করেছে মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 12:38 PM
Updated : 20 Jan 2019, 12:38 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ২-১ গোলে জেতে মোহামেডান। সর্বশেষ তিন দেখায় বিজেএমসির বিপক্ষে এটি তাদের দ্বিতীয় জয়।

ম্যাচের পঞ্চদশ মিনিটে প্রথম বলার মতো আক্রমণটি করে বিজেএমসি। নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর জোরালো শট গোলরক্ষক বরাবর যায়।

২৩তম মিনিটে ল্যান্ডিং ডারবোয়ের বাড়ানো বল লক্ষ্যে রাখতে পারেননি মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড চিগোজি। দুই মিনিট পর আব্দুল্লাহ আল মামুনের শট পোস্টের অল্প একটু বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয় বিজেএমসিকে।

৩৪তম মিনিটে ডারবোয়ের বাড়ানো ক্রসে চিগোজির হেড জাল খুঁজে পেলে এগিয়ে যায় গত লিগে পঞ্চম হওয়া মোহামেডান। পাঁচ মিনিট পর ডারবোয়ের ফ্রি কিক ক্রসবারের ওপর দিয়ে গেলে ব্যবধান দ্বিগুণ হয়নি।

প্রথমার্ধের যোগ করা সময়ে উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক বাঁকানো ফ্রি কিকে লক্ষ্যভেদ করলে সমতার স্বস্তি ফেরে বিজেএমসি শিবিরে।

৮০তম মিনিটে ক্যামেরুনের ডিফেন্ডার বেইবেক লালকার্ড পেলে শক্তি কমে বিজেএমসির। দুই মিনিট পর ডি-বক্সের একটু ওপর থেকে মোহামেডানের গাম্বিয়া ফরোয়ার্ড ডারবোয়ের ফ্রি কিক ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাঁ দিক থেকে কায়সার আলি রাব্বীর বাড়ানো ক্রসে অধিনায়ক চিগোজির বুলেট গতির হেড জাল খুঁজে পেলে ফের এগিয়ে যায় মোহামেডান। বাকিটা সময় এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

রোববার অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আজিজভ আলিশেরের গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ ব্যবধানে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র।