রোনালদোর গোলে ইতালিয়ান সুপার কাপ ইউভেন্তুসের

ইউভেন্তুসের হয়ে প্রথম কোনো ফাইনাল খেলতে নেমেই জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের গোলে এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তুললো মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2019, 07:41 PM
Updated : 16 Jan 2019, 08:55 PM

সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বুধবার রাতে ১-০ গোলে জেতে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। গত মৌসুমে সেরি আর পাশাপাশি ইতালিয়ান কাপও জিতেছিল ইউভেন্তুস। তাই ২০১৭-১৮ মৌসুমের ইতালিয়ান কাপের রানার্সআপ হিসেবে সুপার কাপে খেলার সুযোগ পায় মিলান। 

প্রথমার্ধে ভালো দুটি সুযোগ পেয়েছিল ইউভেন্তুস। ৩১তম মিনিটে পাল্টা-আক্রমণে জর্জো কিয়েল্লিনির ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। আর ৪৩তম মিনিটে রোনালদোর বাইসাইকেল কিক ক্রসবার ঘেঁষে বাইরে চলে যায়।

অবশেষে ৬১তম মিনিটে রোনালদোর নৈপুণ্যে কাঙ্ক্ষিত গোলটি পায় ইউভেন্তুস। বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের চিপশটে বাড়ানো বল হেডে ঠিকানায় পাঠান রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড। নতুন ঠিকানায় সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ২৬ ম্যাচে ১৬ গোল করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

৭৪তম মিনিটে বড় ধাক্কা খায় প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন মিলান। এমরে কানকে ফাউল করে লাল কার্ড দেখেন কোত দি ভোয়ার মিডফিল্ডার কেসিয়ে।

এক জন কম নিয়ে বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি এসি মিলান।

২০১৬ সালের শিরোপা লড়াইয়ে মিলানের কাছেই টাইব্রেকারে ৪-৩ গোলে হেরেছিল ইউভেন্তুস। এটি সহ গত চারবারের তিনবার শিরোপাবঞ্চিত হয়েছিল দলটি। সে ব্যর্থতা ঘুচিয়ে অষ্টমবার চ্যাম্পিয়ন হয়ে এই প্রতিযোগিতার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড একার করে নিল তুরিনের ক্লাবটি।