বিশ্বের অন্যতম সেরা হতে পারে দেম্বেলে: মেসি

লা লিগায় নিজের দ্বিতীয় মৌসুমে এরই মধ্যে সাত গোল করা উসমান দেম্বেলে ‘বিশ্বের অন্যতম সেরা হতে’ পারেন বলে মনে করেন তার বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2018, 05:55 PM
Updated : 27 Dec 2018, 05:55 PM

ফ্রান্সের হয়ে দেম্বেলে এরই মধ্যে জিতেছেন ২০১৮ সালের বিশ্বকাপ। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের বেড়ে ওঠায় বার্সেলোনা সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও স্প্যানিশ দৈনিক মার্কাকে জানিয়েছেন মেসি।

“মাঠে দেম্বেলে একজন ফেনোমেনোন এবং সে কতটা ভালো খেলোয়াড় হবে, সেটা নির্ভর করছে তারই ওপর।”  

“সে এই দুনিয়ায় যা কিছু করতে যায়, তার সব সুযোগই তার আছে। সে অন্যতম সেরা হতে পারে।”

“অন্যদিকে সে একজন তরুণ, যে কিনা শহরটি এবং ক্লাবের সঙ্গে মানিয়ে নিচ্ছে। আপনি তাকে নিয়ে যত কম কথা বলবেন, সেটা তার জন্য তত ভালো। তাকে আলোচনার বাইরে রাখা গুরুত্বপূর্ণ, যাতে করে সে স্থির থাকতে পারে।”

“দেম্বেলে এরই মধ্যে নিজের ভুলগুলো উপলব্ধি করতে পেরেছে এবং সেগুলো শুধরে নিয়েছে। ফুটবলের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখতে আমরা তাকে সাহায্য করছি।”

আয়াক্সের মিডফিল্ডার ফ্রেনকি ডি ইয়ং ও ডিফেন্ডার মাটাইস ডে লিখটের মৌসুম শেষে বার্সেলোনায় যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। দুই ডাচ ফুটবলার ভালভেরদের দলে মানিয়ে যাবে বলে মনে করেন মেসি।

“তারা একটা স্কুল থেকে এসেছে, যা আমাদের মতোই। তারাও আমাদের মতো একইভাবে কাজ করে। তারা বল নিয়ে আমাদের মতোই খেলে।”