মৌসুমের শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ সুলশার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2018 03:12 PM BdST Updated: 19 Dec 2018 04:00 PM BdST
ক্লাবের ভুলে আগেই জানা গিয়েছিল, কে হতে যাচ্ছেন জোসে মরিনিয়োর উত্তরসূরি। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। নরওয়ের সাবেক ফুটবলার উলে গুনার সুলশারকে চলতি মৌসুমের শেষ পর্যন্ত কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
মঙ্গলবার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে ভুল করে সুলশারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিতে যাওয়ার ঘোষণাটি দিয়ে বসে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। পরে তা মুছে ফেলা হয়। পরে বুধবার সকালে কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে সুলশারের নাম ঘোষণা করা হয়।
১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ইউনাইটেডে খেলে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেছেন সুলশার। ১৯৯৮-৯৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ইউনাইটেডের ২-১ ব্যবধানে জেতা ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোল করেন তিনি।
১১ মৌসুমে ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬৬ ম্যাচ খেলে ১২৬ গোল করা এই ফরোয়ার্ড প্রিয় ক্লাবের দায়িত্ব পেয়ে ভীষণ খুশি।
ক্লাবের ওয়েবসাইটে সুলশার বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেড আমার হৃদয়ে রয়েছে। এই দায়িত্ব নিয়ে ক্লাবে ফেরাটা দুর্দান্ত ব্যাপার। ভীষণ মেধাবী একটা দল, স্টাফ ও ক্লাবের সবার সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি।”
২০০৭ সালে অবসর নেওয়ার পরের তিন বছর ম্যানচেস্টার ইউনাইটেডের রিজার্ভ টিমের কোচিং করান সুলশার। এরপর ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্বদেশের ক্লাব মলডার দায়িত্ব পালন করেন তিনি। মাঝে এক বছর ছিলেন ইংলিশ ক্লাব কার্ডিফ সিটির কোচ। ২০১৫ সালে দ্বিতীয় মেয়াদে মলডার দায়িত্ব নেন ৪৫ বছর বয়সী এই কোচ। ইউনাইটেডের কোচ হওয়ার আগে ছিলেন সেই দায়িত্বেই।
দলের সাম্প্রতিক ব্যর্থতার দায়ে মঙ্গলবার সকালে মরিনিয়োকে কোচের পদ থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ। লিগে শেষ ছয় ম্যাচে ইউনাইটেড জিতেছে মাত্র একটি, ফুলহ্যামের বিপক্ষে ৪-১ গোলে; তিনটি ড্র, দুটি হার। সবশেষ গত রোববার লিভারপুলের মাঠে ৩-১ গোলে হারে দলটি।
১৭ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। ১৯৯০-৯১ মৌসুমের পর ইংল্যান্ডের শীর্ষ লিগের এই পর্যায়ে এটাই দলটির সবচেয়ে বাজে অবস্থা।
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
-
২০২৩ সালের জুনের পর আর নয়: বুফ্ফন
-
বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল
-
জয়ে ফিরল ইউভেন্তুস
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- জয়ে ফিরল ইউভেন্তুস
- এইচ টি ইমাম আর নেই
- পপ শিল্পী জানে আলম আর নেই