মেসি ও সুয়ারেস বিশ্বসেরা জুটি: পিকে

বার্সেলোনার দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের জুটিকে আক্রমণভাগে বিশ্বসেরা বলে মনে করেন তাদের ক্লাব সতীর্থ জেরার্দ পিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2018, 11:51 AM
Updated : 17 Dec 2018, 11:53 AM

লা লিগায় প্রতিপক্ষের মাঠে রোববার ৫-০ গোলে জেতে কাতালান ক্লাবটি। দারুণ এক হ্যাটট্রিক করার পাশাপাশি সুয়ারেস ও পিকের দুই গোলে অবদান রাখেন মেসি।

সুয়ারেসের দলকে এগিয়ে দেওয়া গোলে ভূমিকা রাখার পর বিরতির আগে একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ানোর পর ৬০তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪ গোল করেছেন মেসি, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন সর্বোচ্চ ১০টি। মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে গোল করা ও করানোর সংখ্যায় দুই অঙ্কে পৌঁছেছেন ৩১ বছর বয়সী এই তারকা। লিগে সুয়ারেসের পা থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ১১ গোল। সতীর্থদের এমন পারফরম্যান্সে মুগ্ধ পিকে।

“গত কয়েক বছর ধরে লুইস এবং লিও আক্রমণভাগের সেরা জুটি। লুইসের রক্তে গোল মিশে আছে। আর আমরা ইতোমধ্যে লিওকে নিয়ে সব কিছু বলে ফেলেছি। আমাদের আক্রমণভাগে অনেক অস্ত্র আছে।”

১৬ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে বার্সেলোনা।

সেভিয়া ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট সমান ৩১ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে রোববার জিরোনাকে ২-০ গোলে হারানো সেভিয়া। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।