চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের রেকর্ড স্পর্শ বার্সার

চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2018, 07:58 AM
Updated : 12 Dec 2018, 07:58 AM

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ১-১ ড্রয়ে কীর্তিটি গড়ে কাতালান ক্লাবটি।

তাদের এই অজেয় যাত্রা চলছে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে। এই সময়ে নিজেদের মাঠে ২৬ ম্যাচ জিতেছে তারা, ড্র করেছে তিনটি। সবশেষ তারা হেরেছে ২০১২-১৩ আসরের সেমি-ফাইনালের ফিরতি লেগে, রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে।

১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ তাদের পূর্বের মাঠ মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামে রেকর্ডটি গড়েছিল।

‘বি’ গ্রুপের শীর্ষস্থান আগেই নিশ্চিত করায় টটেনহ্যামের বিপক্ষে লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের কয়েকজনকে বেঞ্চে রেখে খেলতে নামা বার্সেলোনা অষ্টম মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায়। কিন্তু ৮৫তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস মোউরার গোলে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় ওঠে ইংলিশ ক্লাবটি।