সালাহর দারুণ হ্যাটট্রিকে লিভারপুলের বড় জয়

দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন মোহামেদ সালাহ। মিশরের এই স্ট্রাইকারের নৈপুণ্যে বোর্নমাউথকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2018, 02:25 PM
Updated : 8 Dec 2018, 03:00 PM

দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন মোহামেদ সালাহ। মিশরের এই স্ট্রাইকারের নৈপুণ্যে বোর্নমাউথকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচে ৪-০ গোলে জিতেছে লিভারপুল।

ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া এগিয়ে থাকলেও প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি লিভারপুল। তবে ২৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। রবের্তো ফিরমিনোর দূরপাল্লার শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও বল চলে যায় সালাহর পায়ে। অনায়াসে ঠিকানা খুঁজে নেন চলতি মৌসুমে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ গোলদাতা। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই চমৎকার এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনোর পাস ধরে দ্রুত বেশ খানিকটা এগিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। বল এক ডিফেন্ডারের গোড়ালিতে লেগে সামান্য দিক পাল্টে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

৬৮তম মিনিটে স্টিভ কুকের আত্মঘাতী গোলে ম্যাচ চলে যায় লিভারপুলের নিয়ন্ত্রণে। বাঁ দিক থেকে অ্যান্ডি রবার্টসনের ক্রস ঠেকাতে গিয়ে পা বাড়িয়ে দেন বোর্নমাউথের ইংলিশ ডিফেন্ডার। বল তার পায়ে লেগে ভিতরে ঢোকে।

৭৭তম মিনিটে সালাহর হ্যাটট্রিক পূরণ করা গোলটিও আসে তার একক নৈপুণ্যে। পাল্টা আক্রমণে নিজেদের সীমানা থেকে সতীর্থের বাড়ানো বল ধরে দারুণ ক্ষিপ্রতায় ডি-বক্সে ঢুকে কাটান গোলরক্ষক আসমির বেগোভিচকে। গোললাইনে এক ডিফেন্ডার থাকায় সময় নেন লিভারপুল তারকা। আবারও ছুটে আসা গোলরক্ষককে দ্বিতীয়বার কাটিয়ে বাঁ পায়ের শটে জয় নিশ্চিত করেন গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ গোল করা সালাহ।

এরই সঙ্গে ১০ গোল নিয়ে লিগের চলতি আসরে গোলদাতাদের তালিকার শীর্ষে উঠে এলেন সালাহ। সেখানে আগে থেকেই আছেন আর্সেনালের পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

১৬ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে ওঠা লিভারপুলের পয়েন্ট ৪২।

এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪১। অবশ্য চেলসির বিপক্ষে দিনের শেষ ম্যাচে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকছে পেপ গুয়ার্দিওলার দলের সামনে।