ছয় মাসের জন্য মাঠের বাইরে রাফিনিয়া

চোটের কারণে চলতি মৌসুমের বাকিটা সময় আর খেলা হচ্ছে না বার্সেলোনার মিডফিল্ডার রাফিনিয়ার। বাঁ পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করানোয় ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলের এই ফুটবলারকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 04:04 PM
Updated : 4 Dec 2018, 04:04 PM

গত মাসে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে চোট পান রাফিনিয়া। পরদিন বার্সেলোনার ওয়েবসাইটে জানানো হয়, রাফিনিয়ার বাঁ হাঁটুর একটি লিগামেন্ট ছিড়ে গেছে।

গত বছরের এপ্রিলে ডান হাঁটুতে দুইবার অস্ত্রোপচার করাতে হয় রাফিনিয়াকে। সে সময় আট মাস মাঠের বাইরে থাকেন তিনি।