‘জিদানের অনুপ্রেরণায়’ মদ্রিচের সাফল্য

ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয়ের পর রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লুকা মদ্রিচ। ফরাসি কোচের প্রেরণাতেই মাঠে তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 03:42 PM
Updated : 4 Dec 2018, 03:42 PM

ক্রিস্তিয়ানো রোনালদো ও অতোঁয়ান গ্রিজমানকে পেছনে ফেলে গত সোমবার ব্যালন ডি’অর জেতেন মদ্রিচ। ২০০৭ সালের পর এই প্রথম লিওনেল মেসি ও রোনালদোর বাইরে অন্য কেউ এই পুরস্কার জিতল।

জিদানের অধীনে রিয়ালের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ৩৩ বছর বয়সী মদ্রিচ। আড়াই মৌসুমে ক্লাবকে ৯টি শিরোপা এনে দেওয়ার পর এ বছরের মে মাসে সান্তিয়াগো বের্নাবেউ ছাড়ার ঘোষণা দেন ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জেতা জিদান।

বিশ্ব ফুটবলে নিজের শ্রেষ্ঠত্বের জন্য জিদানের অনুপ্রেরণাকেই মূল কারণ বলে মনে করেন মদ্রিচ।

“কিছু ঘটনা আমি কখনোই ভুলব না। জিনেদিন জিদান যখন রিয়াল মাদ্রিদের কোচ হলেন, একদিন অনুশীলনের পর তিনি আমাকে তার দপ্তরে ডাকলেন। আমাকে একজন খেলোয়াড় হিসেবে কিভাবে দেখছেন তা তিনি বলেছিলেন। আর বলেছিলেন, আমার থেকে তিনি কি প্রত্যাশা করছিলেন।”

“তিনি বলেছিলেন, আমি তার জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর বলেছিলেন যে তিনি আমাকে ভবিষ্যতের ব্যালন ডি’অর জয়ী হিসেবে দেখেন।”

“যখন জিদানের মতো ব্যক্তিত্ব সম্পন্ন ও ক্যারিয়ারের অধিকারী কেউ আপনাকে সেটা বলে, এটা আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়।”