‘জিদানের অনুপ্রেরণায়’ মদ্রিচের সাফল্য
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2018 09:42 PM BdST Updated: 04 Dec 2018 09:42 PM BdST
ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয়ের পর রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লুকা মদ্রিচ। ফরাসি কোচের প্রেরণাতেই মাঠে তিনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।
ক্রিস্তিয়ানো রোনালদো ও অতোঁয়ান গ্রিজমানকে পেছনে ফেলে গত সোমবার ব্যালন ডি’অর জেতেন মদ্রিচ। ২০০৭ সালের পর এই প্রথম লিওনেল মেসি ও রোনালদোর বাইরে অন্য কেউ এই পুরস্কার জিতল।
জিদানের অধীনে রিয়ালের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ৩৩ বছর বয়সী মদ্রিচ। আড়াই মৌসুমে ক্লাবকে ৯টি শিরোপা এনে দেওয়ার পর এ বছরের মে মাসে সান্তিয়াগো বের্নাবেউ ছাড়ার ঘোষণা দেন ১৯৯৮ সালে ব্যালন ডি’অর জেতা জিদান।
বিশ্ব ফুটবলে নিজের শ্রেষ্ঠত্বের জন্য জিদানের অনুপ্রেরণাকেই মূল কারণ বলে মনে করেন মদ্রিচ।
“কিছু ঘটনা আমি কখনোই ভুলব না। জিনেদিন জিদান যখন রিয়াল মাদ্রিদের কোচ হলেন, একদিন অনুশীলনের পর তিনি আমাকে তার দপ্তরে ডাকলেন। আমাকে একজন খেলোয়াড় হিসেবে কিভাবে দেখছেন তা তিনি বলেছিলেন। আর বলেছিলেন, আমার থেকে তিনি কি প্রত্যাশা করছিলেন।”
“তিনি বলেছিলেন, আমি তার জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর বলেছিলেন যে তিনি আমাকে ভবিষ্যতের ব্যালন ডি’অর জয়ী হিসেবে দেখেন।”
“যখন জিদানের মতো ব্যক্তিত্ব সম্পন্ন ও ক্যারিয়ারের অধিকারী কেউ আপনাকে সেটা বলে, এটা আপনাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়।”
-
ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
-
চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
-
কাবরেরার ধাঁচে অভ্যস্ত হচ্ছেন সাদ-হেমন্তরা
-
এমবাপের সিদ্ধান্ত জানেন না পিএসজি কোচ
-
বরুশিয়া ডর্টমুন্ডের কোচ বরখাস্ত
-
‘কঁতে আমাদের নেইমার-এমবাপে’
-
ব্রাজিলিয়ান ক্লাব মিনেইরোর অজেয় রেকর্ড
-
‘গ্যারেথ বেল সবসময় রিয়ালের সমর্থকদের হৃদয়ে থাকবে’
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পর করণীয়
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)
- বেনজেমা ফেরায় জায়গা হলো না জিরুদের