আইপিএলের ফাইনালে মুখোমুখি চেন্নাই-গুজরাট।
গত মৌসুমে লাৎসিওর চিরো ইম্মোবিলের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হন ২৯ গোল করা ইকার্দি। পয়েন্ট টেবিলের চারে থেকে লিগ শেষ করা ইন্টারকে ফিরিয়ে আনেন চ্যাম্পিয়ন্স লিগে। চলতি মৌসুমেও ভালো ছন্দে আছেন ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। এখন পর্যন্ত সেরি আয় ১১ ম্যাচে করেছেন ৮ গোল।
ইতালির শীর্ষ লিগে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন ইউভেন্তুসকে শিরোপা জেতানো মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। এই নিয়ে চতুর্থবার পুরস্কারটি জিতলেন এই ইতালিয়ান।
আল্লেগ্রির অধীনে এ মৌসুমেও দারুণ ছন্দে আছে ইউভেন্তুস। ১৪ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে রয়েছে তুরিনের ক্লাবটি।