লিভারপুলের বিপক্ষে খেলতে পারেন নেইমার ও এমবাপে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চোট পাওয়া পিএসজির দুই তারকা ফরোয়ার্ড নেইমার ও কিলিয়ান এমবাপে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেরে উঠবেন বলে আশাবাদী কোচ টমাস টুখেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2018, 04:00 PM
Updated : 23 Nov 2018, 04:00 PM

গত মঙ্গলবার ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে কুঁচকিতে চোট পান নেইমার। একই দিনে উরুগুয়ের বিপক্ষে ফ্রান্সের প্রীতি ম্যাচে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন এমবাপে।

শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় তুলুজের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে পারবেন না নেইমার ও এমবাপে। তবে টুখেল আশাবাদী যে বুধবার ঘরের মাঠে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগেই সুস্থ হয়ে উঠবেন আক্রমণভাগের এই দুই খেলোয়াড়।

সংবাদ সম্মেলনে জার্মান এই কোচ বলেন, “নেইমার ও এমবাপেকে নিয়ে এই মুহূর্তে ভালো ব্যাপারটা হলো ওদের চোট খুব গুরুতর নয়। কিন্তু আমরা আগামীকালের (শনিবার) জন্য কোনো ঝুঁকি নেব না।”

“তুলুজের বিপক্ষে তারা খেলবে না। কিন্তু লিভারপুলের বিপক্ষে তাদের খেলার সম্ভাবনা আছে; এটা সম্ভব।”

“আমি চিকিৎসক ও তাদের দুইজনের সঙ্গে কথা বলেছি; আমি মনে করি, তারা খেলতে পারবে।”