শেখ জামালকে রুখে দিল বসুন্ধরা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2018 08:41 PM BdST Updated: 03 Nov 2018 08:41 PM BdST
ফেডারেশন কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে ড্র করেছে বসুন্ধরা কিংস।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘ডি’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতার ২০১৫ সালের চ্যাম্পিয়নদের সঙ্গে ১-১ ড্র করে বসুন্ধরা। নিজেদের প্রথম ম্যাচে ৫-২ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছিল দলটি।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ করে দুই দলের। গোল পার্থক্যে শীর্ষে বসুন্ধরা। দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল নিজেদের প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছিল।
ম্যাচের অষ্টম মিনিটের সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় বসুন্ধরা। কিরগিজস্তানের মিডফিল্ডার বকতিয়ার দুইশবেকভের বাড়ানো ক্রস থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মার্কোস দি সিলভা। চার মিনিট পর গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমান কিং ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে শেখ জামালকে সমতায় ফেরান।
দুই দলই পরে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ৩৩তম মিনিটে বসুন্ধরার কোস্টা রিকার ফরোয়ার্ড দেনিয়েল কলিনদ্রেস সোলেরার শট জমে যায় মোহাম্মদ নাইমের গ্লাভসে। ৫৫তম মিনিটে মাসুক মিয়া জনির শটও ফেরান এই গোলরক্ষক।
৫৯তম মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়লেও কিং শট নেওয়ার আগেই গোলরক্ষক দ্রুত দৌড়ে এসে গ্লাভসে নিলে গোল পাওয়া হয়নি শেখ জামালেরও।
শনিবার ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচে কিংসলে চিগোজির জোড়া গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ ব্যবধানে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
-
শিরোপার আরও কাছে কিংস
-
আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক গোটসের আক্ষেপ
-
বীরোচিত জয়ের পরও সেমিতে খেলা নিয়ে শঙ্কায় নাদাল
-
রেকর্ড দর্শকের সামনে ইংল্যান্ডের কষ্টের জয়
-
অসাধারণ প্রত্যাবর্তনে ফ্রিটজের স্বপ্ন গুঁড়িয়ে সেমিতে নাদাল
-
টিভিতে আজ
-
দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
-
ব্যালন ডি'অরের প্রশ্নে ভিনিসিউস বললেন, 'ঈশ্বর চাইলে একদিন হবে'
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- শাস্তি পেল বাংলাদেশ দল
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ