চাইনিজ তাইপের কাছে হেরে আশা শেষ বাংলাদেশের মেয়েদের

অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে বাছাইয়ে টানা দুই ম্যাচ হারা গোলাম রব্বানী ছোটনের দলের দ্বিতীয় পর্বে খেলার আশাও শেষ হয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2018, 11:14 AM
Updated : 26 Oct 2018, 07:21 PM

তাজিকিস্তানের দুশানবেতে শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে হারে বাংলাদেশ।

পরের ম্যাচে তাজিকিস্তানকে ৩-০ গোলে হারানো কোরিয়া ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আছে চাইনিজ চাইপে। আগামী রোববার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দল দুটি।

এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া বাংলাদেশ ও স্বাগতিক তাজিকিস্তান আগামী রোববার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে।

নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। একই ব্যবধানে তাজিকিস্তানকে প্রথম ম্যাচে হারিয়েছিল চাইনিজ তাইপে।

প্রথমার্ধের শেষ দিকে ৪৪তম মিনিটে গোল খেয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও এক গোল খেয়ে পিছিয়ে পড়া দল পরে ঘুরে দাঁড়াতে পারেনি।

প্রাথমিক বাছাইয়ের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই রানার্সআপকে নিয়ে হবে বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড। সেখান থেকে চার দল পাবে ২০১৯ সালে থাইল্যান্ডে হতে যাওয়া মূল পর্বের টিকেট।