ইন্টারকে উড়িয়ে দিল বার্সা

লিওনেল মেসিকে ছাড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ সাফল্য ধরে রাখল বার্সেলোনা। ম্যাচের প্রায় পুরোটা সময় আধিপত্য ধরে রেখে ইন্টার মিলানকে হারিছে এরনেস্তো ভালভেরদের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2018, 08:53 PM
Updated : 25 Oct 2018, 06:19 AM

কাম্প নউয়ে বুধবার রাতে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জেতে বার্সেলোনা। প্রথমার্ধে রাফিনিয়ার গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন জর্দি আলবা।
 
স্কোরলাইনে ঠিক ফুটে উঠেনি বার্সেলোনার আধিপত্য। দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে মোট ২১টি শট নেয় তারা। যার ১১টি ছিল লক্ষ্যে। সুয়ারেস-কৌতিনিয়োরা বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়তে পারতো আরও।
 

চোটের কারণে মাঠের বাইরে থাকা আর্জেন্টইন তারকা ফরোয়ার্ড মেসিকে ছাড়া খেলতে নেমে শুরু থেকেই রক্ষণে চাপ ধরে রাখে বার্সেলোনা। ১৮তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি আসে। তবে ক্লেমোঁ লংলের হেড পা দিয়ে ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক।
৩২তম মিনিটে ডান দিক থেকে লুইস সুয়ারেসের দারুণ ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া।
দ্বিতীয়ার্ধেও একচেটিয়া আক্রমণ করতে থাকা বার্সেলোনা পরপর দুই মিনিটে ভালো দুটি সুযোগ পেয়েছিল। দুজনকে কাটিয়ে ডি-বক্সের মধ্যে থেকে সুয়ারেসের নেওয়া শট রুখে দেন গোলরক্ষক। আর গোলরক্ষককে একা পেয়ে তার সোজাজুজি শট নেন ফরাসি সেন্টার-ব্যাক লংলে।
৭০তম মিনিটে আরেক দফা পরপর দুটি সুযোগ নষ্ট হয় বার্সেলোনার। সুয়ারেসের কোনাকুনি হেড দারুণ নৈপুণ্যে রুখে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক সামির হান্দানোভিচ। ফিরতি বলে ফিলিপে কৌতিনিয়োর শট ক্রসবারে বাধা পায়।
৮৩তম মিনিটে আলবার ব্যবধান দ্বিগুণ করা গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। ইভান রাকিতিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানায় পাঠান স্পেনের ডিভেন্ডার আলবা।   
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ১২ গজ দূর থেকে আলবার আরেকটি শট হান্দানোভিচ রুখে দিলে ব্যবধান আর বাড়েনি।
তিন ম্যাচের সবকটিতে জেতা বার্সেলোনা ৯ পয়েন্ট নিয়ে আছে ‘বি’ গ্রুপের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালির ক্লাব ইন্টার।
গ্রুপের আরেক ম্যাচে পিএসভির মাঠে ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার। দুটি দলেরই পয়েন্ট ১ করে। ‘এ’ গ্রুপে জয়ের ধারা ধরে রেখেছে বরুসিয়া ডর্টমুন্ড। নিজেদের তৃতীয় ম্যাচে স্পেনের আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি। গ্রুপের অন্য ম্যাচে ক্লাব ব্রুজের মাঠে ১-১ ড্র করেছে ফ্রান্সের মোনাকো।
‘সি’ গ্রুপে সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। অন্য ম্যাচে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মাঠে ২-২ গোলে ড্র করেছে ইতালির নাপোলি।  
‘ডি’ গ্রুপে তুরস্কের গালাতাসারাইয়ের মাঠে গোলশূন্য ড্র করেছে জার্মানির শালকে। গ্রুপের অন্য ম্যাচে লোকোমোতিভকে মস্কোকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগালের পোর্তো।