রিয়ালকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান রোনালদোর

সাবেক ক্লাব সতীর্থ ইসকোর সঙ্গে একমত হয়ে তার শূন্যতা নিয়ে না ভেবে রিয়াল মাদ্রিদকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 10:28 AM
Updated : 23 Oct 2018, 10:28 AM

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না স্পেনের সবচেয়ে সফল ক্লাব রিয়ালের। গত পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে হুলেন লোপেতেগির দল। সব ধরনের প্রতিযোগিতায় ৪৮২ মিনিট গোলহীন থেকে নিজেদের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় গোল করতে না পারার বিব্রতকর এক রেকর্ডও গড়েছে তারা। তবে এই কঠিন সময়ে ক্লাবের সর্বকালের সেরা গোলদাতা রোনালদোর অনুপস্থিতি নিয়ে ভাবতে রাজি নন ইসকো।

স্প্যানিশ মিডফিল্ডার বলেন, “এখানে থাকতে চায়নি এমন কাউকে নিয়ে আমরা চিৎকার করতে পারি না।”

চ্যাম্পিয়ন্স লিগে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাত একটায় রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে তার বর্তমান ক্লাব ইউভেন্তুস। এর আগে সাংবাদিকদের কাছে ইসকোর সঙ্গে একমত পোষণ করেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“আমি তাদের সঙ্গে খুব ভালো আছি। আপনি চিৎকার করতে পারেন না; সেটাই বাস্তবতা।”

চলতি বছরের জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে তুরিনে পা রাখা পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার সেরি আয় এ পর্যন্ত নয় ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল।