নেইমারকে ফেরানোর পরিকল্পনা নেই: বার্সা সভাপতি

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে কাম্প নউয়ে ফেরানোর সম্ভাবনা নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তেমেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2018, 09:15 AM
Updated : 23 Oct 2018, 09:15 AM

গত বছর অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। স্পেনের বেশ কিছু সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর অনুযায়ী, তাকে নাকি ফেরাতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ও ফিরে আসতে আগ্রহী বলে দাবি করে তারা।

চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ ওয়ানে আট গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ গোল করা নেইমারকে ফেরানোর কোনো ইচ্ছা নেই বলে এক রেডিও সাক্ষাৎকারে জানান বার্তেমেউ।

“নেইমার বার্সেলোনায় ফিরবে না। সে ফিরে আসবে না; আমাদেরও তাকে ফেরানোর কোনো পরিকল্পনা নেই।”

“কোনো যোগাযোগ বা আলোচনা হয়নি। খেলোয়াড়রা তাদের রিলিজ ক্লজের টাকা পরিশোধ করে চলে যাক, এটা আমরা পছন্দ করি না।”

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। চার দিন পর লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে এরনেস্তো ভালভেরদের দল।